1. admin@dainikshatakantha.com : dainikshatakantha :
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে উৎপাদনশীলতা দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ১৫৫ বার পড়া হয়েছে
উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা
ঝালকাঠিতে উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম।

স্টাফ রিপোর্টার
‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুক্রবার পালিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধ্যা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক ও সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপব্যবস্থাপক শাফাউল করিম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং উদ্যোক্তা রাসেদ খান, মোস্তাফিজুর রহমান, বাবুল দত্ত ও তিথী রায় আলোচনায় অংশ নেন।
বক্তারা রূপকল্প-২০২১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ বাস্তবায়নে সকল অর্থনৈতিক সেক্টরে উৎপাদনশীলতা বাড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার উম্মে কুলসুম রুবি। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, এনজিও কর্মকর্তা ও উদ্যোক্তাসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ত্ব © দৈনিক শতকন্ঠ - ২০২১ কর্তৃক সংরক্ষিত।
Theme Customized By BreakingNews