কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রধানমন্ত্রী অগ্রাধিকার “জমিনাই ঘরনাই” প্রকল্পের আওতায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) সুমিত সাহা, ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহম্মেদুর রহমান ও জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম।