কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছবি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার (৯ নভেম্বর) আসরবাদ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র কাঁঠালিয়া শাখার উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমির হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ উপজেলা শাখার মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ খান সবুজ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নেতা মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা খাইরুল আমিন ছগির, মাওলানা আবদুল মোতালেব, মাওলানা ইব্রাহিম খলিলসহ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ’র নেতৃবৃন্দ। মানবন্ধনে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। মানবন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।