কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে শৌলজালিয়া পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুমিত সাহা। টুর্নামেন্টে ২০টি দল অংশ নিচ্ছে। শৌলজালিয়া শেখ রাসেল ক্রীড়া চক্র এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি আহম্মাদুল আযম রোমেল, স্থানীয় হক্কেননুর দরবার শরীফের পীর মঞ্জিল মোর্শেদ।