কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা গভর্নিংবডির সভাপতি ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক বিপ্লব কান্তি মন্ডল, স্মৃতি রানী হাওলাদার, শিক্ষার্থী সাদিয়া জাহান মনি। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মো. নুরুল আলম। সভাশেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।