স্টাফ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৯নং কাঠিপাড়া ওয়ার্ড উপনির্বাচনে দলীয় প্রভাবমুক্ত রেখে ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোট দেয়ার পরিবেশ বজায় রাখার দাবী ভোটারদের। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন’র মৃত্যুতে ওয়ার্ডটিতে পদ শূন্য হয়। নির্বাচন কমিশন তফসীল ঘোষণা করলে প্রক্রিয়া অনুযায়ী প্রতিদ্বদ্বিতা করছেন তালা প্রতিকে আবুল বাশার তালুকদার (বাবুল) ও মোরগ প্রতিকে বুলবুল আহমেদ। তারা দুজনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
কাঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। একেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৫৯ জন। এরমধ্যে পুরুষ ৪৮৯ জন এবং মহিলা ভোটার ৪৭০ জন।
স্থানীয়রা জানান, দলীয় প্রভাবমুক্ত রেখে ভোটকেন্দ্রে সুষ্ঠুভোট দেয়ার পরিবেশ বজায় রাখতে হবে। তাহলেই ভোটাররা নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বুলবুল আহমেদ জানান, এলাকার সর্বস্তরের জনসাধারন ও ভোটারদের নিয়ে আমি আমার নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি।
আবুল বাশার তালুকদার জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলাম বিগত অনেক বছর ধরে। সেই সুবাদে উপজেলা নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক রয়েছে। আমার জয় সুনিশ্চিত।