ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা গৌরিপুর গ্রামে শনিবার রাতে দুলাল হাওলাদার (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সে গৌরিপুর গ্রামের মোতাহার আলী হাওলাদারের ছেলে। কয়েকদিন যাবৎ সে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। সাধারণ জ্বর মনে করে তার স্বজনরা করোনা পরীক্ষা করাননি। তার মৃত্যুতে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা করোনা আতঙ্কে রয়েছেন বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম জানান, ওই ব্যক্তি গভীর রাতে মারা যায় এবং যথা সময়ে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত না করায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ সম্ভব হয়নি।