স্টাফ রিপোর্টার
দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে একদিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ২৩৮১ জন। নতুন ২২ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৭২ জন। ২৪ ঘন্টায় ১১ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২৩৮১ জনকে সনাক্ত করা হয়েছে। মোট আক্রান্ত ৪৯ হাজার ৫৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৬ জন। মোট সুস্থ ১০হাজার ৫৯৭ জন। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।