রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মুজিববর্ষ উপলক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন। খাদ্যের নিরাপত্তার নানা দিক তুলে ধরেন প্রধান বক্তা ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। সেমিনাওে অন্যাণ্যও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়্যারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রাণীসম্পদ কর্মকর্তা ড.সাজেদুল ইসলাম, রাজাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন প্রমুখ। সেমিনারে উপজেলার হোটেল, রেস্তোরা, বেকারি, মিষ্টির দোকানের মালিক ও বিভিন্ন দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করে। বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ঝালকাঠি জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা প্রজেক্টরের মাধ্যমে খাদ্যের নিরাপত্তার সকল দিক সেমিনারে তুলে ধরেন।