স্টাফ রিপোর্টার
ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় ১ জনকে ১৮ মাসের কারাদণ্ড ও অন্য একজনকে খালাশ প্রদান করেছেন। এই আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে রবিবার এই রায় ঘোষণা করেন। ২০১২ সালে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় শহরের অতুল মাঝির খেয়াঘাট থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. নিজাম উদ্দিন ও সোহাগ নামের ২ জনকে গ্রেফতার করেন। এব্যাপারে ঝালকাঠি থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশের এসআই বিপ্লব মিস্ত্রী ২০১২ সালের ৩১ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামীদের মধ্যে ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের বটতলা এলাকার মো. হোসেন আলীর পুত্র মো. নিজামুদ্দিনকে (৫০) ১৮ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। অপর আসামী সদর উপজেলার ওস্তাখান গ্রামের হাবিবুর রহামেন পুত্র সোহগকে (৪৫) বেকসুর খালশ প্রদান করেন আদালত।