
স্টাফ রিপোর্টার
সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরতলীর বিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ খলিফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন খান শাহিন, সোয়েবুর মোর্শেদ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ছালাম, ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ সাহান মিলু।
সভায় প্রধান অতিথি লিয়াকত আলী তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে পৌরসভার সর্বত্র উন্নয়ন করা হচ্ছে। পৌরবাসীর সকল সেবা নিশ্চিত করা হবে।