স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে মৃত্যু তালিকায় আরও একজন যুক্ত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যাক্তি হলেন ঝালকাঠি শহরের নেছারাবাদ এলাকার তানিয়া (২৫)। তবে তার পরিবারে অন্য সদস্যরা সুস্থ আছেন। জেলায় মঙ্গলবার ২৪ ঘন্টায ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এপর্যন্ত জেলায় ৭২৭জন আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ২৮৫জন, নলছিটি উপজেলায় ১৪৫জন, রাজাপুর উপজেলায় ২১৪জন এবং কাঁঠালিয়া উপজেলায় ৮৩জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার পর্যন্ত ৩৭২৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। তাদের মধ্যে ৭২৭জনের পজেটিভ ও ৩০০১ জনের পিরোর্ট নেগেটিভ এসেছে। সুস্থ হয়েছে ৭৭ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এতথ্য প্রদান করেছেন।