
স্টাফ রিপোর্টার
গণতন্ত্র দিবস উপলক্ষে ঝালকাঠিতে জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট অফিস রোডস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন আনু। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন শহর জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আব্দুল আলীম, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, কৃষকপার্টি সভাপতি একেএম বেলায়েত হোসেন, যুব সংহতির সাধারণ সম্পাদক মো. ইউনুচ হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কবির হোসেন আকন, শ্রমিক পার্টির সভাপতি আবুল বাশার আদু প্রমুখ। এসময় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।