স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে গত ৩ দিন ধরে মাস্ক ব্যবহারে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত মটিভেশনাল কার্যক্রম পরিচালনা করছে। এ সময় যে সকল নাগরিক অস্বচ্ছল তাদেরকে বিনামূল্যে মাস্ক প্রদান করা এবং ঘরের বাহিরে বের হলে মাস্ক ব্যবহারে পরামর্শ প্রদান করেন। যেসকল নাগরিক স্বচ্ছল মাস্ক ব্যতীত চলাচল করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত আরও একটু কঠোর অবস্থান গিয়ে হোটেলে ক্রেতা-বিক্রেতা এবং অটো বাইকের চালক এবং যাত্রিদের মধ্যে মাস্কবিহীন তাদেরকেও জরিমানা করছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার র্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।