স্টাফ রিপোর্টার
বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বরিশাল শহরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের ব্র্যাক মোড় নামক স্থানে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে ওই যুবক দুর্ঘটনার কবলে পড়ে। নিহত যুবকের নাম সোহেল রানা। সে বরিশাল শহরের আমতলা সড়কের মো: হাফিজের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটর সাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বলিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে যাত্রা করে সে। পথিমধ্যে ঝালকাঠির ব্র্যাকমোড় এলাকার স্টিল ব্রীজের এ্যাঙ্গেলের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সোহেল রানা। তার সাথে থাকা মোটর সাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেরে-ই বাংলা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়।