মানিক রায়
ঝালকাঠি জেলায় ওজোপাডিকোর আওতাধীন সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্পের আওতায় ৭২ লাখ টাকা ব্যায়ে সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় নতুন ১২ মিটারের ২৯০টি ও ৯ মিটারের ৫১০টি বিদ্যুৎ পুল বসানো হবে। নকশা অনুযায়ী নতুন পুল পৌরসভা ও সদর উপজেলায় বসানো হচ্ছে। ওজোপাডিকোর দপ্তর থেকে পুল সরবরাহ করা হচ্ছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ মিটারের পুল বসানোর জন্য ৩৫৮৩ টাকা এবং ১২ মিটার পুল বসানোর জন্য ৪ হাজার টাকা করে চুক্তি অনুযায়ী রেট দেয়া হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত সুবিধার জন্য ডিজাইন পরিবর্তন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুল বসানোর জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ঝালকাঠির ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর আব্দুর রহিমের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি জানান, ডিজাইন অনুযায়ী পুল বসানো না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুল বসানো প্রকল্পখাতের রেট অনুযায়ী বসানো মজুরী দেয়া হবে না এবং যারা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে লেনদেন করবেন সে ক্ষেত্রে ওজোপাডিকো কোন দায়ভার নেবে না।