ভাণ্ডরিয়া (পিরোজপুর) প্রতিনিধি
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে ভাণ্ডরিয়াসহ দক্ষিণাঞ্চলে দীর্ঘস্থায়ী উন্নয়নসাধনে সক্ষম হয়েছি। সফলতা আন্তর্জাতিকভাবে সমাদৃত হওয়ায় মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাইকমিশনারসহ বিদেশি কূটনীতিকরা ভাণ্ডরিয়া এসেছেন এ অর্জনের বাস্তবতা অনুধাবনে। এখানে যে ঐক্যের রাজনীতির প্রতিফলন ঘটেছে তা দেখতে এসে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সদ্য প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম ভাণ্ডরিয়ায় বসে পিরোজপুর জেলা সদরে ২৫০ শয্যার হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। স্থানীয় সরকারমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন এখানে এসে গ্রামীণ জনপদের উন্নয়ন প্রকল্প, বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভাণ্ডরিয়া সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইন স্থাপনের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ বাস্তবায়িত। এ সাবস্টেশন থেকে এ অঞ্চলের চারটি উপজেলায় বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। এ উন্নয়নকাজের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছি। এলাকার মানুষের মঙ্গলসাধনে আল্লাহর ইচ্ছায় এই উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত এক বছরে এ এলাকায় আরো ৪৫টি কালভার্ট ব্রিজ নির্মিত হয়েছে এবং আরো ৫৫টি নির্মাণের পথে। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) পিরোজপুর জেলার ভাণ্ডরিয়া উপজেলা সদরে জাতীয় পার্টি-জেপি আয়োজিত বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সাবেক সংসদ সদস্য ও ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে ভাণ্ডরিয়ায় আসেন। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর দৌহিত্র রাইয়ান হোসেন তাদের সফরসঙ্গী ছিলেন।