স্টাফ রিপোর্টার
এনজিও থেকে ঋণ নিয়ে দুটি ইজিবাইক কিনেছিলো ফোরকান ফরাজী। তার ইচ্ছে অনুযায়ী একটি ইজিবাইকে তিনি নিজে যাত্রী বহন করতেন, অন্যটি ভাড়া দিতেন। এর মাধ্যমেই তিনি সফলতার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সেই ইচ্ছায় গুড়ে বালি দিলো চোর চক্র। শনিবার গভীর রাতে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে ইজি বাইক দুটি চুরি হয়। এ ঘটনায় রবিবার সকালে বামনকাঠি গ্রামের মৃত. আ: জব্বার ফরাজীর ছেলে ফোরকান ফরাজী রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মালিক ফোরকান ফরাজী জানান, চড়া সুদের ঋণের টাকায় ক্রয়কৃত চুরি যাওয়া ইজিবাইক দুইটির আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুটি ইজিবাইক চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।