কে এম সবুজ
ঝালকাঠির নলছিটিতে বাবুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৭টায় উপজেলার বৈশাখীয়া গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিন দিনধরে তাঁর বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, বাবুল মোল্লা সকালে বাড়ি থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে বুকে ব্যাথা বেড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে জেলা জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ জেলায় এখন পর্যন্ত মোট ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়।