1. admin@dainikshatakantha.com : dainikshatakantha :
শনিবার, ০৮ মে ২০২১, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট:
সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন, ভারত থেকে নাগরিকদের ফেরাতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান, ঝালকাঠির ঈদ মার্কেটে ছুটির দিনে মানুষের ঢল, স্বাস্থ্য বিধির কোন তোয়াক্কা নেই বাংলাদেশের সমুদ্রসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার, ঝালকাঠিতে প্রস্তুতিমুলক সভা ঝালকাঠিতে অভ্যন্তরিণ চারটি রুটে গণপরিবহণ চলাচল শুরু ঝালকাঠি সিটি ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের বোরো ধান সংগ্রহ অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ’র পদোন্নতিতে প্যান এর বরিশাল কো-অর্ডিনেটর এর অভিনন্দন রাজাপুরে ১২ সহাস্রাধিক দুঃস্থদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে জরিমানা
শিরোনাম:
সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন, ভারত থেকে নাগরিকদের ফেরাতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান, ঝালকাঠির ঈদ মার্কেটে ছুটির দিনে মানুষের ঢল, স্বাস্থ্য বিধির কোন তোয়াক্কা নেই বাংলাদেশের সমুদ্রসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার, ঝালকাঠিতে প্রস্তুতিমুলক সভা ঝালকাঠিতে অভ্যন্তরিণ চারটি রুটে গণপরিবহণ চলাচল শুরু ঝালকাঠি সিটি ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের বোরো ধান সংগ্রহ অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ’র পদোন্নতিতে প্যান এর বরিশাল কো-অর্ডিনেটর এর অভিনন্দন রাজাপুরে ১২ সহাস্রাধিক দুঃস্থদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে জরিমানা

ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম প্রতিবন্ধীত্বের প্রতিবন্ধকতায় থামেনি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৯৫ বার পড়া হয়েছে
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসিম
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসিম

স্টাফ রিপোর্টার
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষক ফয়সাল রহমান জসিমকে প্রতিবন্ধীত্বের প্রতিবন্ধকতা দমাতে পারেনি। ভাল আচরণ ও সুন্দর পাঠদানের কারণে সহকর্মী শিক্ষার্থীদের কাছে তিনি জনপ্রিয়। শিক্ষার্থীদের আস্থা ও ভরসাস্থল তিনি। রয়েছে অনুষ্ঠান উপস্থাপনা ও ক্রীড়াক্ষেত্রে দক্ষতা। পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও রয়েছে তাঁর সুনাম। কাজ করে যাচ্ছেন প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে। প্রতিষ্ঠা করেছেন প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয়। প্রতিবন্ধকতা জয় করে তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর। নিজেকে কখনোই প্রতিবন্ধী মনে করেন না গুণী এ শিক্ষক।
ফয়সাল রহমান জসিমের সাথে আলাপকালে জানান, সপ্তম শ্রেণিতে পড়ার সময় ট্রেন দুর্ঘটনায় দুই পা প্যারালাইসড হয়ে যায়। এ শরীর নিয়ে অদম্য ফয়সাল পড়ালেখা চালিয়ে স্কুল কলেজের গন্ডি পেড়িয়ে উচ্চ শিক্ষা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় গিয়ে গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পরে ২০০৭ সালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পড়ালেখায় মনোযোগী করে তোলায় শিক্ষার্থীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। কর্মদক্ষতা দিয়ে জয় করেন নিজের প্রতিবন্ধকতাকে। ২০১৪-১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীতার ওপর পিএইচডি করেন। গড়ে তুলেছেন প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয়ে। যার নাম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য একটি সংস্থাও তিনি প্রতিষ্ঠা করেছেন। দেশ বিদেশে নিয়েছেন প্রশিক্ষণ। বর্তমানে তিনি প্রতিবন্ধীদের মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন।

শিক্ষক ফয়সাল রহমান জসিম ও ছাত্র

শিক্ষক ফয়সাল রহমান জসিম ও ছাত্র


প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শিক্ষা জীবন থেকে এখন পর্যন্ত নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও কখনো থেমে যাননি। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষকরাও তাকে সব কাজে উৎসাহিত করেন। হুইল চেয়ারে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ায়ও সহকর্মীরা সহযোগিতা করেন। শিক্ষার্থীরা তাঁর প্রসংশায় পঞ্চমুখ।
প্রধান শিক্ষক মারুফা বেগম জানান, প্রতিবন্ধী হয়েও ফয়সাল রহমান জসিম শিক্ষকতায় সুনাম অর্জন করেছেন, শিক্ষার্থীদের আস্থা ও ভরসার স্থল তিনি। তাঁর সফলতা কামনা করেছেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, শিক্ষক সবসময় শিক্ষার্থীদের আদর্শ, তাই শিক্ষকতা পেশায় নীতিবান মানুষের প্রয়োজন। ফয়সাল রহমান জসিম তেমনই একজন মানুষ গড়ার কারিগর বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ফয়সাল রহমান জসিম জানান, শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে ফয়সাল রহমান জসিম সমাজের বিশেষ শিশুদের জন্য কারিগরি একটি বিদ্যালয় স্থাপনে সরকারের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ত্ব © দৈনিক শতকন্ঠ - ২০২১ কর্তৃক সংরক্ষিত।
Theme Customized By BreakingNews