নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক নেতা শংকর কুমার দাস (৭৫) পরলোকগমন করেছেন। সোমবার সকালে বরিশালের কাশিপুরে ছেলের বাসায় তিনি স্ট্রোক করে মারা যান। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুপুরে বরিশাল মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি নলছিটি শহরের হরিসভা সড়কের বাসিন্দা। প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।