কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং শীতকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মো.মাহমুদ হোসেন রিপন, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোশারফ হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. জামাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি সিকদার মো.কাজল, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদ, মো. হাসিবুর রহমান ও মো.জাহিদুল ইসলাম বশির প্রমূখ। সভাশেষে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়।