ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা ও ক্ষেত্রসহকারী জয়দেব সমদ্দারের মৎস্যজীবিদের সঙ্গে অশালিন আচরণের প্রতিবাদ এবং তাকে অপসারণের দাবীতে ভাণ্ডারিয়ার উপজেলার মৎস্যজীবিরা মানববন্ধন করেছেন। স্থানীয় শহীদ মিনার সড়কে সাধারণ মৎস্যজীবিদের ব্যানারে গত বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে ১১টা পর্যন্ত ১ঘন্টার মানববন্ধন করা হয়। এসময় বক্তৃতা করেন, মো. সোহেল, জলিল মাঝি, মো. মিন্টু হাওলাদার প্রমূখ। বক্তারা উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা এবং ক্ষেত্রসহকারী জয়দেব সমদ্দারের অপসারণের দাবী করে মৎস্যজীবিদের সঙ্গে অশালিন আচরণের প্রতিবাদ জানান।