রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হেফজখানার সুপার ও হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রাজাপুর উপজেলার নিজগালুয়ার মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে মনোয়ার-মমতাজ ফাউন্ডেশনের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক ওসি মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন। নিজগালুয়া মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় ৭২টি শীতবস্ত্র ও একশত কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহ-আলম নান্নু, পল্লী বিদ্যুৎ এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ। পাঠাগারের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসেন বলেন, ২০০৭ সালে পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছি, ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত থাকবে।