
স্টাফ রিপোর্টার
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শহরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান সেলিম এর আয়োজন করেন। ঝালকাঠির চড়ইভাতি কমিউনিটি সেন্টারে শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহআলম প্রধান অথিতি ছিলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড: খান সাইফুল্লাহ পনির প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ। পরে মাওলানা মো. কাওছার হোসেন ইছলাহী ও মাওলানা মো. শামসুল হকের পরিচালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।