মো. আতিকুর রহমান
ঝালকাঠির রাজাপুরের হাইলাকাঠি গ্রামে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং শ^াসরোধে ৭মাসের শিশু সন্তানকে রেখে আইরিন আক্তার কবিতাকে (২০) হত্যা করে স্বামী। বৃহস্পতিবার রাতের এঘটনায় ২দিন ধরে শিশু সন্তানটি মায়ের বুকের দুধ না পেয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এখন শিশুটির গলা বসে যাওয়ায় এখন কাঁদতেও পারে না। গুড়া দুধ পানিতে গুলিয়ে ফিডারে দিয়ে শিশুটিকে পান করাচ্ছে নানা বাড়ির স্বজনরা।
বৃহস্পতিবার রাতে ৯টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত কবিতার লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ঝালকাঠি মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় রাতেই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুললে স্বামী মিরাজ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়েছে। পরে থানায় হত্যা মামলা দায়ের করেন।
Home জেলার সংবাদ রাজাপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, মায়ের দুধের তৃষ্ণায় কাঁদতে কাঁদতে গলা বসে গেছে...