1. admin@dainikshatakantha.com : dainikshatakantha :
মঙ্গলবার, ১৮ মে ২০২১, ১০:২৩ অপরাহ্ন

ঝালকাঠিতে ‘সারা নির্যাতন ঘটনা’ দ্রæত তদন্তসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে টিআইবির সনাক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১১৩ বার পড়া হয়েছে
সারা নির্যাতন ঘটনা
সারা নির্যাতন ঘটনা

স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলার ‘ব্রান্ডিং গার্ল’ ও স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত নাছরিন আক্তার সারার ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রæত তদন্তের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক)। রবিবার রাতে অনুষ্ঠিত বিশেষ ভার্চুয়াল সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সারা সনাকের ইয়েস ফ্রেন্ডস গ্রæপের একজন সদস্য। সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু সভায় সভাপতিত্ব করেন। সনাকের সহসভাপতি ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) উপকমিটির আহŸায়ক ড. কামরুন্নেছা আজাদ রুবি, ইয়েস উপকমিটির যুগ্মআহŸায়ক ছালেক আজাদ সোহাগ, সদস্য মো. হেমায়েত হোসেন, রাবেয়া কবির শিল্পী ও শিমুল সুলতানা হেপি, টিআইবির এরিয়া ম্যানেজার বিল্লাহ হোসেন, ইয়েস দলনেতা রাফিউল ইসলাম, ইয়েস ফ্রেন্ডস দলনেতা শিহাব উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন। তারা সারার ওপর হামলাকারী যুবায়ের আদনানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ত্ব © দৈনিক শতকন্ঠ - ২০২১ কর্তৃক সংরক্ষিত।
Theme Customized By BreakingNews