স্টাফ রিপোর্টার
ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথক দুটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় বিভিন্ন মেয়াদে ৩ জনকে সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার এই আদালতের বিচারক এসএম তারেক শামস আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা পটুয়াখালীর চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতান মৃধার পুত্র রানা মৃধাকে (২৪) ১ বছর ৬মাস সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৮ সালের ২৩ মে বেলা ১টায় ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়। এব্যাপারে ডিবি পুলিশের এসআই জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
একই আদালত এর পূর্বে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার মৃত ইমাম উদ্দীনের পুত্র জসিম হাওলাদার (৩২) ও মতিয়ার রহমানের পুত্র মো. মিজানুর রহমান (৩৭) প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০১৭ সালের ১৪ জুলাই দিবাগত রাত ৮ টায় ডিবি পুলিশের অভিযানে কবিরাজ বাড়ির এলাকা থেকে ৩৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই শাহিন হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।