স্টাফ রিপোর্টার
দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে একদিনে শনাক্ত হয়েছে ৩০৯৯ জন। আর ৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৯০ হাজার ৬১৯ জন। নতুন ৩৮ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ১২০৯ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন হাসপাতালে, ১১ জন বাসায় ও হাসপাতালে আনার পথে ২ জন মৃত্যুবরণ করে। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন। ২৪ ঘন্টায় ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৩০৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৫০৩। মোট সুস্থ ৩৪ হাজার ২৭ জন। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।